Investment Strategy : Part-04 - Smart Stock

Share Market, Analysis, Learning, Tools, News, All in one place.

Sunday, September 16, 2018

Investment Strategy : Part-04


IMPORTANT PART OF INVESTMENT STRATEGY 


Designed to lessen risk while increasing rewards, this investment guide outlines the strategies that made the Swiss bankers and businessmen wealthy beyond belief. Gunther provides 12 major Axioms that can help anyone succeed in investing--Swiss style.

'ঝুঁকি হ্রাস করে মুনফা বৃদ্ধির কর্ম-পরিকল্পনা' - যে প্রাচীন কৌশল সুইস ব্যাংকার ও ব্যবসায়ীদের অবিশ্বাস্য রকমের ধনী হতে সহায়তা করেছে তা-ই বর্নিত হয়েছে এই বিনিয়োগ নির্দেশিকায়। ঝুঁকি হ্রাস করে মুনফা বৃদ্ধির এই ১২ টি কৌশল বিনিয়োগকারীদের সফলতার পথ দেখাতে পারে। তবে আসুন দেখি লেখক ম্যাক্স গুন্থার বর্ণীত বিনিয়োগ সফলতার সুইস স্টাইলঃ


On Risk:

- Worry is not a sickness but a sign of health – if you are not worried, you are not risking enough.
- Always play for meaningful stakes – if an amount is so small that its loss won’t make any significant difference, then it isn’t likely to bring any significant gains either.
- Resist the allure of diversification.

ঝুঁকি:

- ভয় অসুস্থতা নয়, সুস্বাস্থ্যের লক্ষণ - যদি আপনি ভয় না পান, তবে আপনি যথেষ্ট ঝুঁকি নিচ্ছেন না।
- সর্বদা অর্থপূর্ণ পরিমানের জন্য খেলুন – পরিমাণ যদি এত ছোট হয় যে তা হারিয়ে গেলে কোনো উল্লেখযোগ্য পার্থক্য হবে না, তাহলে মুনাফা হলেও তা আপনার ভাগ্যের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না।
- বিনিয়োগে বৈচিত্র আনার মোহ ত্যাগ করুন।

On Greed:

- Always take your profit too soon.
- Decide in advance what gain you want from a venture, and when you get it, get out.

লোভ:

- সর্বদা মুনাফা দ্রুত গ্রহণ করুন।
- ব্যবসার শুরুতেই মুনাফার পরিমাণ নির্ধারন করুন। যখন কাঙ্ক্ষিত লাভ পেয়ে যাবেন, কেটে পড়ুন।

On Hope:

- When the ship starts sinking, don’t pray. Jump.
- Accept small losses cheerfully as a fact of life. Expect to experience several while awaiting a large gain.

প্রত্যাশা:

- জাহাজ ডুবতে আরম্ভ হলে,প্রার্থনা না করে ঝাঁপ দিন।
- জীবনের অংশ হিসেবে আনন্দ চিত্তে ছোট লোকসান স্বীকার করেনিন। একটি বড় মুনাফার অপেক্ষায় থাকা কালে এ ধরনের বেশ কিছু ছোট ক্ষতি মেনেনিন।

On Forecasts:

- Human behaviour cannot be predicted. Distrust anyone who claims to know the future, however dimly.

ভবিষ্যদ্বাণী:

- মানব আচরণ পূর্বানুমান করা অসম্ভব। যে ভবিষ্যৎ দেখতে পায় বলে দাবী করে, ক্ষীণ ভাবে হলেও তাকে অবিশ্বাস করুন।

On Patterns:

- Chaos is not dangerous until it starts to look orderly.
- Beware the historian’s trap – it is based on the age-old but entirely unwarranted belief that the orderly repetition of history allows for accurate forecasting in certain situations.
- Beware the chartist’s illusion – it is characteristic of human minds to perceive links of cause and effect where none exist.
- Beware the gambler’s fallacy – there’s no such thing as “Today’s my lucky day” or “I’m hot tonight”.

ঘটনার পরম্পরা/পুনরাবৃত্তি:

- বিশৃঙ্খলা ততোক্ষণ পর্যন্ত বিপজ্জনক নয় যতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসার লক্ষণ স্পষ্ট হয়।
- ইতিহাসবিদের ফাঁদ থেকে সাবধান – এটা খুবই পুড়নো কিন্তু সম্পূর্ণরূপে অন্যায্য বিশ্বাস যে ইতিহাসের সুশৃঙ্খল পুনরাবৃত্তি ঘটে এবং এ থেকে নির্দিষ্ট পরিস্থিতিতে সঠিক পূর্বাভাস দেয়া সম্ভব।
- চার্টিস্টদের বিভ্রম থেকে সাবধান – এটা মানব মনের বৈশিষ্ট্য যে, আমরা ঘটনার কারণ ও তার প্রভাবের মাঝে যোগসূত্র খুঁজি, এমন কিছুর অস্তিত্ব না থাকলেও।
- জুয়াড়িদের ভ্রান্ত ধারণা থেকে সাবধান - "আজ আমার সৌভাগ্যের দিন" অথবা "আজ আমি ফাটিয়ে দিব" এমন কিছুর অস্তিত্ব বাস্তবে নেই।

On Mobility:

- Avoid putting down roots. They impede motion.
- Do not become trapped in a souring venture because of sentiments like loyalty and nostalgia.
- Never hesitate to abandon a venture if something more attractive comes into view.

গতিশীলতা:

- শিকড় গেড়ে বসা থেকে বিরত থাকুন, এটা আপনার গতি ব্যাহত করবে।
- আনুগত্য এবং অতীত সুখসৃতির কারণে ডুবতে বসা ব্যবসা আগলে রেখনা।
- এক ব্যবসা পরিত্যাগ করে আরো আকর্ষণীয় কোন ব্যবসা শুরু করতে কখনও দ্বিধা করোনা।

On Intuition:

- A hunch can be trusted if it can be explained.
- Never confuse a hunch with a hope.

ইন্দ্রীয় জ্ঞান:

- যদি ষষ্ঠইন্দ্রীয় কিছু পূর্বানুমান করে এবং তা ব্যাখ্যাযোগ্য তবে তা বিশ্বাস করা যায়।
- কখনও আশার সঙ্গে ষষ্ঠইন্দ্রীয়ের পূর্বানুমান গুলিয়ে ফেলোনা।

On the Occult:

- If astrology worked, all astrologers would be rich.
- A superstition need not be exorcised. It can be enjoyed, provided it is kept in its place.

অতিপ্রাকৃত ঘটনা:

- যদি জ্যোতিষশাস্ত্র আসলেই কাজ করত,তবে সব জ্যোতিষী-ই ধনী হয়ে যেত।
- কুসংস্কার লালন করোনা। এটা ততোক্ষণ উপভোগ করা যাবে,যতোক্ষণ তা নিজ স্থানে থাকবে।

On Optimism & Pessimism:

- Optimism means expecting the best, but confidence mean knowing how you will handle the worst. Never make a move if you are merely optimistic.

আশাবাদ ও হতাশা:

- আশাবাদ মানে সেরা কিছুর প্রত্যাশা, কিন্তু আত্নবিশ্বাস হল খারাপ পরিস্থীতি সামলে নেবার দক্ষতা। কিঞ্চিৎ আশাবাদের ভিত্তিতে পা বাড়িয়োনা।

On Consensus:

- Disregard the majority opinion. It is probably wrong.
- Never follow speculative fads. Often, the best time to buy something is when nobody else wants it.

সমঝোতা:

- সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষা করা সম্ভবত ভুল.
- কখনই ফটকাবাজি ঝোঁক অনুসরণ করোনা। প্রায়শই,কিছু কেনার শ্রেষ্ঠ সময় তখন, যখন অন্য কেউ এটা চায়নয়া।

On Stubbornness:

- If it doesn’t pay off the first time, forget it.
- Never try to save a bad investment by “averaging down”.

একগুঁয়েমি:

- যদি প্রথমেই কিছু মুনাফা দিতে ব্যার্থ হয়,তবে তা ভুলে যান।
- একটি খারাপ বিনিয়োগকে কখনই “গড় ক্রয়মূল্য” কমিয়ে রক্ষা করার চেষ্টা করোনা।

On Planning:

- Long-range plans engender the dangerous belief that the future is under control. It is important never to take your own long-range plans or other people’s seriously. In essence these axioms point to the benefit of having an investment strategy and sticking to it, regardless of what other investors say or do. If you don’t have an investment strategy, you could do worse than adopt these principles. However, don’t be afraid to add or subtract ones according to what works for you.

পরিকল্পনা:

- লম্বা সময়ের পরিকল্পনার একটি বিপজ্জনক দিক হল এটা আসস্থ করে যে ভবিষ্যতে সব নিয়ন্ত্রণে থাকবে। নিজের অথবা অন্যের দূরগামী পরিকল্পনাকে অতি গুরুত্ব দিয়োনা। অন্যরা কী বলছে বা করছে তার চেয়ে লাভজনক হল নিজের বিনিয়োগ পরিকল্পনা সাজানো এবং তাতে অটল থাকা। যদি নিজের কোন বিনিয়োগ পরিকল্পনা না থাকে তবে সমূহ ক্ষতি এড়াতে উপরের নীতিসমূহ অনুসরণ করতে পারেন। ইতিমধ্যেই সফলতা দিচ্ছে এমন কোন নীতি থাকলে এগুলোর সাথে যোগ করতে অথবা সাংঘর্ষিক হলে বাদ দিতে কুণ্ঠিত হবেনা।


বিঃদ্রঃ "The Zurich Axioms" বই পর্যালোচনা থেকে।  জসীম উদ্দিন ভাইকে ধন্যবাদ বইটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য। The Zurich Axioms বিনিয়োগ কৌশলের উপর লিখিত অনেক পুড়নো একটি বই। বইটিতে বর্ণিত বেশ কিছু নীতির সাথে আমার দ্বিমত থাকলেও কিছু নীতি অনুসরণীয়। বইটির যুম্বক অংশ বঙ্গানুবাদ সহ তুলে ধরলাম। আশা করি আপনারা উপকৃত হবেন।

সৌজন্যেঃ হাসান শাহারিয়ার


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.