HOW TO TRADE IN STOCKS: PART-01
# শেয়ার ব্যবসা (speculation বা ফটকাবাজি) হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় চিত্তাকর্ষক খেলা। কিন্তু যারা বোকা, মানসিকভাবে অলস, দুর্বল আবেগপ্রবণ কিম্বা যারা রাতারাতি বড়লোক হতে চায়, তাদের জন্য এ খেলা নয়। তারা এ খেলায় হারবেই।
# স্পেকুলেশন কোন জুয়া নয়, এটা ব্যবসা। কারন এটা ভাগ্যের ব্যাপার নয়, এটা শিখতে হয়, জানতে হয়।
# শেয়ার ব্যবসায় বছরের প্রতিদিন বা প্রতি সপ্তাহে লাভ করা সম্ভব নয়। একমাত্র বোকারাই এরকম চিন্তা করতে পারে।
# সফল স্পেকুলেটরগণ মোটামুটিভাবে অনুমান করতে পারেন কোন শেয়ারের সামনের মুভমেন্ট কতটুকু হতে পারে। কোন শেয়ার সম্পর্কে পাবলিকের সাইকোলজি কি তা সঠিকভাবে অনুমান করতে হবে।
# কোন শেয়ার সম্পর্কে নিজের বিশ্লেষণ বা জাজমেন্টই চূড়ান্ত নয়, মার্কেটে শেয়ারটির গতিবিধি কিরূপ তা যাচাই করতে হবে। মার্কেটের কনফার্মেশন ছাড়া শুধু নিজের মনোভাবের উপর সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। Markets are never wrong - options often are. সুতরাং শুধু নিজের এনালাইসিস এর উপর ভিত্তি করেই ঝাঁপিয়ে পড়া উচিত নয়। বরং অপেক্ষা করুন ও আগে দেখুন মার্কেটে শেয়ারটি কেমন খেলে। ধৈর্য্য ধরুন শেয়ারটি প্রত্যাশা অনুযায়ী সক্রিয় হতে।
# কোন নিউজ শেয়ারের মুভমেন্ট এর উপর সাময়িক প্রভাব ফেললেও শেয়ারটির ট্রেন্ড এর উপর তেমন কোন প্রভাব ফেলতে পারে না। শক্তিশালী ট্রেন্ডে থাকা অবস্থায় নিউজ এর প্রভাব সামান্যই।
# একটি ভাল ট্রেন্ডের শুরুতে এন্ট্রি করলে প্রফিট নেয়ার জন্য তাড়াহুড়া করা উচিত না। যতদিন শেয়ারটি সঠিকভাবে চলবে ততদিন শেয়ারটি ধরে রাখুন। ছোট ছোট কারেকশন ইগনোর করুন। মনে রাখবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন বলেই লাভটা এসেছে।
# অনেকের কাছে চার্ট এর গুরুত্ব অনেক, কিন্তু আমার কাছে চার্ট তেমন গুরুত্ব বহন করে না। আমি মনে করি, চার্ট হচ্ছে বিভ্রান্তিকর।
# আমার মতে, ইনভেস্টরগণ সবচেয়ে বড় জুয়াড়ি, স্পেকুলেটরগণ নয়। কারন তারা তাদের এনালাইসিস এর উপর বাজি ধরে এবং তারা ভুল করলেও লেগে থাকে। স্পেকুলেটরগণ ভুল করলে কেটে পড়ে।
# দুটি কথা মনে রাখবেন - 1. Never sell a stock, because it seems high-priced. 2. Never buy a stock because it has had a big decline from its previous high. দাম অনেক বেড়ে গেছে বলে বেচবেন না কিম্বা দাম অনেক কমে গেছে বলে কিনবেন না।
# এ কথাও মনে রাখবেন - I never buy on reactions or go short on rallies. আমি কখনও দাম কমার সময় কিনি না অথবা দাম বাড়ার সময় বেচি না।
# আরেকটি কথা না বললেই নয় - একমাত্র বোকারাই প্রথম ক্রয়ে লস খেয়ে পূনরায় কিনে এভারেজ করে। Never average losses. মনের মধ্য কথাটা লিখে রাখুন।
(চলবে)
COURTESY :- SHAFIQUL ISLAM
# শেয়ার ব্যবসায় বছরের প্রতিদিন বা প্রতি সপ্তাহে লাভ করা সম্ভব নয়। একমাত্র বোকারাই এরকম চিন্তা করতে পারে।
# সফল স্পেকুলেটরগণ মোটামুটিভাবে অনুমান করতে পারেন কোন শেয়ারের সামনের মুভমেন্ট কতটুকু হতে পারে। কোন শেয়ার সম্পর্কে পাবলিকের সাইকোলজি কি তা সঠিকভাবে অনুমান করতে হবে।
# কোন শেয়ার সম্পর্কে নিজের বিশ্লেষণ বা জাজমেন্টই চূড়ান্ত নয়, মার্কেটে শেয়ারটির গতিবিধি কিরূপ তা যাচাই করতে হবে। মার্কেটের কনফার্মেশন ছাড়া শুধু নিজের মনোভাবের উপর সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। Markets are never wrong - options often are. সুতরাং শুধু নিজের এনালাইসিস এর উপর ভিত্তি করেই ঝাঁপিয়ে পড়া উচিত নয়। বরং অপেক্ষা করুন ও আগে দেখুন মার্কেটে শেয়ারটি কেমন খেলে। ধৈর্য্য ধরুন শেয়ারটি প্রত্যাশা অনুযায়ী সক্রিয় হতে।
# কোন নিউজ শেয়ারের মুভমেন্ট এর উপর সাময়িক প্রভাব ফেললেও শেয়ারটির ট্রেন্ড এর উপর তেমন কোন প্রভাব ফেলতে পারে না। শক্তিশালী ট্রেন্ডে থাকা অবস্থায় নিউজ এর প্রভাব সামান্যই।
# একটি ভাল ট্রেন্ডের শুরুতে এন্ট্রি করলে প্রফিট নেয়ার জন্য তাড়াহুড়া করা উচিত না। যতদিন শেয়ারটি সঠিকভাবে চলবে ততদিন শেয়ারটি ধরে রাখুন। ছোট ছোট কারেকশন ইগনোর করুন। মনে রাখবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন বলেই লাভটা এসেছে।
# অনেকের কাছে চার্ট এর গুরুত্ব অনেক, কিন্তু আমার কাছে চার্ট তেমন গুরুত্ব বহন করে না। আমি মনে করি, চার্ট হচ্ছে বিভ্রান্তিকর।
# আমার মতে, ইনভেস্টরগণ সবচেয়ে বড় জুয়াড়ি, স্পেকুলেটরগণ নয়। কারন তারা তাদের এনালাইসিস এর উপর বাজি ধরে এবং তারা ভুল করলেও লেগে থাকে। স্পেকুলেটরগণ ভুল করলে কেটে পড়ে।
# দুটি কথা মনে রাখবেন - 1. Never sell a stock, because it seems high-priced. 2. Never buy a stock because it has had a big decline from its previous high. দাম অনেক বেড়ে গেছে বলে বেচবেন না কিম্বা দাম অনেক কমে গেছে বলে কিনবেন না।
# এ কথাও মনে রাখবেন - I never buy on reactions or go short on rallies. আমি কখনও দাম কমার সময় কিনি না অথবা দাম বাড়ার সময় বেচি না।
# আরেকটি কথা না বললেই নয় - একমাত্র বোকারাই প্রথম ক্রয়ে লস খেয়ে পূনরায় কিনে এভারেজ করে। Never average losses. মনের মধ্য কথাটা লিখে রাখুন।
(চলবে)
COURTESY :- SHAFIQUL ISLAM
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.