How to Trade in Stocks(Bangla): PART-02 - Smart Stock

Share Market, Analysis, Learning, Tools, News, All in one place.

Friday, September 7, 2018

How to Trade in Stocks(Bangla): PART-02

HOW TO TRADE IN STOCKS: PART-02


By Jesse L. Livermore

# প্রত্যেক মানুষের যেমন নিজস্ব ব্যক্তিত্ব আছে তেমনি প্রত্যেক স্টকের নিজস্ব বৈশিষ্ট্য আছে।

# একটি সত্যিকার আপট্রেন্ড এর শুরুতে উচ্চ ভলিউমসহ কয়েকদিন বাড়তে থাকবে। তারপর কয়েকদিন স্বাভাবিক কারেকশন হবে এবং সাথে ভলিউম কমে আসবে। এর ২/৩ দিন পরে আবার দাম বাড়তে থাকবে এবং সাথে ভলিউমও বাড়তে থাকবে। এতে পূর্বের কারেকশন রিকভার হবে এবং শেয়ারটি নতুন উচ্চতায় প্রবেশ করবে। এভাবে চলতে থাকবে। ভাল লাভ করার জন্য ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে হবে। তবে গতিপথে কোন danger signals আসে কিনা তা খেয়াল করতে হবে। খারাপ সিগনাল দেখা গেলে অপেক্ষা না করে সেল দিয়ে বেরিয়ে যেতে হবে।

# একটি প্রকৃত মুভমেন্টে কখনও ২/৩ দিনে শেষ হয় না। এটা শেষ হতে অনেক সময় লাগে। তাই সামান্য বাড়লেই বিক্রির জন্য উতলা হবেন না।

# নানাবিধ কারনেই শেয়ারের দাম বাড়তে পারে। দাম বাড়ার কারন অনুসন্ধানের দরকার নাই, শুধু মুভমেন্টের সুবিধা নিন। জোয়ারে জাহাজ ভাসিয়ে দিন।

# একই সাথে মার্কেটের সকল শেয়ার নিয়ে ভাবার কোন দরকার নেই। একসাথে অনেক শেয়ার হাতে রাখা খুবই বিপদজনক। It is much easier to watch a few than many. ৪ টি সেক্টর হতে ২ টি করে একটিভ লিডিং শেয়ার একাউন্ট এ রাখাই যথেষ্ট।

# সামগ্রিক মার্কেট বুলিশ নাকি বিয়ারিশ তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করার কোন দরকার নেই। মার্কেট যে অবস্থায়ই থাকুক না কেন দেখবেন কোন কোন শেয়ার আপট্রেন্ড এ আছে কিম্বা ডাউনট্রেন্ড শেষ করে আপট্রেন্ড শুরু হতে যাচ্ছে। খুঁজে বের করুন সেই শেয়ারগুলি। কারন প্রত্যেক শেয়ারের নিজস্ব ট্রেন্ড সাইকেল আছে।

# শুধু লিডিং একটিভ শেয়ার নিয়ে থাকুন এবং এদের গতিবিধি লক্ষ্য রাখুন। মনে রাখবেন, আপনি যদি লিডিং একটিভ শেয়ার নিয়ে লাভ না করতে পারেন, তবে একগাদা শেয়ার হাতে রাখলেই লাভ করতে পারবেন না। মার্কেটের সর্বত্র অর্থাৎ সকল সেক্টরের সকল শেয়ার নিয়ে মাথা ঘামানোর কোন দরকার নাই। আরেকটি বিষয় মনে রাখবেন, মার্কেট লিডার বা সেক্ট্রর লিডার প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের লিডারগুলি ২/১ বছর পরে লিডিং এ নাও থাকতে পারে।

# কখনও averaging down করবেন না। আপনি ভুল করেছেন বলেই লস খেয়েছেন। তাহলে কেন আপনি আপনার মূল্যবান টাকা একটি Bad Trade এ বৃদ্ধি করে ঝুকি বাড়াবেন? বরং আপনার মূল্যবান টাকা দিয়ে অন্য কোন আকর্ষণীয় শেয়ার কিনুন।

# উচ্চ বিলাসী লাভের চিন্তা ত্যাগ করুন। একজন দোকানদার বছরে কতটুকু লাভের আশা করে? সে ২৫% লাভ হলেই খুশি। স্পেকুলেশনও একটি ব্যবসা এবং এর ব্যবসার মতই নিয়মনীতি আছে। তাহলে কেন আপনি ১০০% বা তার বেশি লাভের চিন্তা করেন?

# আরেকটি কথা মনে রাখবেন, শেয়ার ব্যবসায় লাভ হলে লাভের অর্ধেক উত্তোলন করে নিরাপদ জায়গায় রাখুন। অধিকাংশ স্পেকুলেটরগণ লাভের টাকা চোখে দেখে না। তারা টাকা দিগুন, তিনগুন এভাবে বৃদ্ধি করতে চায়। কিন্তু একসময় কাগজের সকল লাভই হারিয়ে যায়।

# ঘনঘন ট্রেড (over- trade) করবেন না। এটা একটি বদ অভ্যাস। প্রকৃতপক্ষে এতে আপনার লাভ হয় না বরং লাভ হয় ব্রোকার হাউজের। নিশ্চিত না হয়ে কোন ট্রেড করবেন না।
(চলবে)

COURTESY :- SHAFIQUL ISLAM

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.