How to Trade in Stocks(Bangla): PART-03 (FINAL) - Smart Stock

Share Market, Analysis, Learning, Tools, News, All in one place.

Friday, September 7, 2018

How to Trade in Stocks(Bangla): PART-03 (FINAL)

HOW TO TRADE IN STOCKS: PART-03


 Jesse L. Livermore 

# " Rome was not built in a day." and no real movement of importance ends in one day or in one day or in a week. একটি প্রকৃত ট্রেন্ড একদিনে সৃস্টি হয় না, এটা তৈরি হবার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় এবং শেষ হতেও অনেক সময় লাগে। সুতরাং সঠিক ট্রেন্ড ধরতে পারলে, একটু বাড়লেই বিক্রির জন্য তাড়াহুড়ো করবেন না। একটি আপট্রেন্ড এ থাকা শেয়ারের গতিপথে ছোট ছোট রিয়েকশন থাকবেই, এতে ভয় পাবার কিছু নাই। এক্ষেত্রে Pivotal Points খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

# অধিকাংশ ট্রেডার ঝোঁকের মাথায় সম্পূর্ন শেয়ার একসাথে একই দামে ক্রয় না বিক্রয় করে ফেলে। এটা বড় ভুল ও বিপদজনক সিদ্ধান্ত।

# ক্রয়ের পদ্ধতি : সব শেয়ার একসাথে না কিনে কয়েক ধাপে কিনবেন। ১ম ধাপে যে দামে কিনবেন পর্যায়ক্রমে পরের ধাপগুলিতে অধিক দামে কিনবেন। কিন্তু আগের ধাপ অপেক্ষা দাম কমে গেলে নতুন করে আর কিনবেন না। averaging up করতে থাকুন কিন্তু কখনও averaging down করবেন না।

# বিক্রয়ের পদ্ধতি : একইভাবে সব শেয়ার একসাথে বিক্রয় করবেন না, কয়েক ধাপে বিক্রয় করুন। ১ম অংশ বিক্রির পর শুধুমাত্র দাম কমে গেলেই পরের অংশ বিক্রি করুন, কিন্তু যদি দাম বাড়ে তবে বিক্রি না করে আরও বাড়তে দিন। এভাবে ধাপেধাপে বিক্রি করুন।

# প্রত্যেক শেয়ারের সাম্প্রতিক কয়েক সপ্তাহের মুভমেন্ট অধিক গুরুত্বপূর্ণ।
# কোন শেয়ারে যদি স্টপ-লস নিতে হয়, তবে কিছুদিন পর ঐ শেয়ারে ভাল সুযোগ আসলে রি-এন্ট্রি করতে ভুলে যাবেন না।

# শেয়ারবাজারে নতুন কিছু ঘটে না, একই ঘটনা বারবার ঘটে। শেয়ার ভিত্তিক কিছুটা পার্থক্য থাকলেও সকল শেয়ারের মুভমেন্ট এর মৌলিক প্যাটার্ন একইরকম।

# প্রত্যেক বড় মুভমেন্ট (major) অনেক মাঝারি (intermediate) ও ছোট (minor) মুভমেন্ট নিয়ে গঠিত। আমি শুধু বড় মুভমেন্ট নিয়েই থাকি। ছোট ছোট মুভিমেন্টগুলি ভ্রান্তিকর, আমি এগুলি সবসময় বর্জন (avoid) করি। The intent is to catch the major moves, to indicate the beginning and the end of movements of importance.

# সফল হতে ধৈর্য্য থাকতে হবে। মার্কেটের প্রতি রাগ, ক্ষোভ, হতাশা ত্যাগ করুন। নিজের ভুলের কোন অজুহাত খুঁজবেন না। কোন ইগো না দেখিয়ে নিজের ভুল স্বীকার করুন। নিজের কৃত ভুলগুলি লিখে রাখুন এবং ভুল থেকে শিক্ষা গ্রহন করুন।

# Success comes only to those who work for it. No one is going to hand you a lot of easy money. No one would be forcing it into your pocket.

COURTESY :- SHAFIQUL ISLAM

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.